ভারতের শিশুকে বাংলাদেশের শিশু বলে আর্থিক সহায়তার নামে প্রতারণা

সম্প্রতি “#আয়েশা_আক্তার_আলভিয়া কে বাচাতে এগিয়ে আসুন, ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হসপিটালে আয়েশাকে নেওয়া হয়, ডক্টর পরিক্ষা নিরিক্ষা করে জানায় আয়েশার ফুসফুস ছিদ্র ও কিডনি তে সমস্যা, বর্তমানে কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে” শীর্ষক শিরোনামে এক শিশুর ছবি আর্থিক সাহায্যের আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক … পড়তে থাকুন ভারতের শিশুকে বাংলাদেশের শিশু বলে আর্থিক সহায়তার নামে প্রতারণা