যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত। জন্ম থেকেই শিশুটি টিউমার নিয়ে জন্মগ্রহণ করে” শীর্ষক শিরোনামে এক শিশুর ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে , এখানে, এখানে,এখানে,এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সাহায্য চেয়ে প্রচারিত উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রোগাক্রান্ত কোনো শিশুর নয় বরং ছবিটি বিগত ৬ বছর ধরে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।
মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে এই রোগাক্রান্ত শিশুর পুরোনো ছবি সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু মোঃ আরাফাত দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
বাংলাদেশের টিউমার আক্রান্ত শিশু দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো