বাংলাদেশের টিউমার আক্রান্ত শিশু দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো

সম্প্রতি, “নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত। জন্ম থেকেই শিশুটি টিউমার নিয়ে জন্মগ্রহণ করে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোঃ আরাফাত নামে প্রচারিত ছবিগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত কোনো শিশুর নয় বরং ছবিটি বিগত ৬ বছর ধরে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ‘ডকুমেন্টিং রিয়েলিটি‘ নামের একটি ওয়েবসাইটে ২০১৫ সালে প্রকাশিত একটি নিবন্ধে শিশুটির একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। তবে ছবিটির মূল উৎস এবং বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, ‘Cazenga News 24’ নামের একটি ফেসবুক পেজে ২০১৬ সালের ০৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়, সেখানে পর্তুগিজ ভাষায় শিশুটির আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করতে আহবান করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে একই ছবি ভিন্ন ভিন্ন শিরোনামে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, একই শিশুর নাম, বাবার নাম, ঠিকানা ব্যবহার করে গত ২২ মার্চ এবং ২৭ নভেম্বরে প্রকাশিত কয়েকটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে ভিন্ন ভিন্ন শিশুর ছবি, বিকাশ নাম্বার ব্যবহার করা হয়েছে। তবে, মোঃ আরাফাত নামে বাস্তবিকভাবে বাংলাদেশের কোনো শিশু এই রোগাক্রান্ত কিনা কিংবা তার সাহায্যের প্রয়োজন কিনা তা যাচাই করা যায়নি।

টিউমার

অন্যদিকে, মোঃ আরাফাতের আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লেখিত নাম্বারে (01913-946483, 01306313164) রিউমর স্ক্যানার টিম একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গিয়েছে।

আরো পড়ুন: ভারতীয় শিশু ফাইজানকে বাংলাদেশের শিশু দাবি করে আর্থিক সহায়তার নামে প্রতারণা

অর্থাৎ, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো একটি ছবিকে বাংলাদেশের নারায়ণগঞ্জের রোগাক্রান্ত শিশু মোঃ আরাফাত দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Documenting Reality: https://www.documentingreality.com/forum/f149/child-back-tumor-158750/ // https://perma.cc/J3FC-GJX9
  2. Facebook Page: https://www.facebook.com/cazenganews24/photos/a.886391038172280/897647760379941/
  3. Facebook Post 1: https://www.facebook.com/505019556520985/posts/1329629457393320
  4. Facebook Post 2: https://www.facebook.com/BestOfIslam247/posts/233807142184935

আরও পড়ুন

spot_img