যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “মাত্র দুই মাস বয়সী এই নিষ্পাপ মুখটির নাম সানাউল শরিফ। সানাউল এই টিউমার নিয়ে জন্ম নেয়। তার টিউমারটি দিন দিন বড় হচ্ছে। তার উন্নত চিকিৎসা দরকার।” শীর্ষক শিরোনামে একটি ছবি সংযুক্ত করে সানাউল শরিফ নামের এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সানাউল শরিফ নামে প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এটি প্রায় ২ বছর পুরোনো তথ্য এবং এতে উল্লিখিত বিকাশ নাম্বারটি সানাউল শরিফের চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং সানাউলের জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ নাম্বারটি পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি পূর্বেও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সানাউল শরিফ নামের রোগাক্রান্ত শিশুর পুরোনো তথ্যে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা