সানাউল শরিফ নামের রোগাক্রান্ত শিশুর পুরোনো তথ্যে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা

সম্প্রতি ‘মাত্র দুই মাস বয়সী এই নিষ্পাপ মুখটির নাম সানাউল শরিফ। সানাউল এই টিউমার নিয়ে জন্ম নেয়। তার টিউমারটি দিন দিন বড় হচ্ছে। তার উন্নত চিকিৎসা দরকার‘ শীর্ষক শিরোনামে একটি ছবি সংযুক্ত করে সানাউল শরিফ নামের এক ছেলে শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সানাউল শরিফ নামে প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এটি প্রায় ২ বছর পুরোনো তথ্য এবং এতে উল্লিখিত বিকাশ নাম্বারটি সানাউল শরিফের চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং সানাউলের জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ নাম্বারটি পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন বিকাশ নাম্বার সংযুক্ত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘মোরা বরিশাইল্লা (মানবসেবায় সদা জাগ্রত)’ নামক একটি ফেসবুক গ্রুপে মাহবুব রনি পাটোয়ারী নামের একটি ফেসবুক আইডি হতে ২০১৯ সালের ৫ ডিসেম্বরে শিশু সানাউল শরীফের জন্য আর্থিক সহায়তার আবেদন শীর্ষক প্রচারিত একটি পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from মাহবুব রনি পাটোয়ারী Facebook Post

পাশাপাশি, Foysal Ahmed নামের একটি ফেসবুক আইডি হতে ২০১৯ সালের ৫ ডিসেম্বরে ‘#এই_কান্না_শোনা_যায়_না’ শীর্ষক শিরোনামে শিশু সানাউলের আর্থিক সহায়তার আবেদন শীর্ষক প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ৬ ডিসেম্বরে ‘মাত্র তিন লাখ টাকায় বেঁচে যাবে শিশু সানাউল!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

সানাউল শরিফ
Screenshot from Jugantor website

মূলত, বরগুনার তালতলী উপজেলার রিয়াজ শরীফ ও শাহানাজ আক্তার দম্পতির পুত্র সন্তান সানাউল শরীফ। ২০১৯ সালের ২ অক্টোবর বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসাপাতালে জন্ম হয় শিশু সানাউল শরীফের। জন্মগতভাবেই শিশুটির কোমড়ে একটি টিউমার দেখা যায়। ঐ হাসপাতালের চিকিৎসকরা টিউমার দেখে শিশুটির চিকিৎসায় অপারগতা প্রকাশ করে এবং তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৮ অক্টোবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। চিকিৎসকরা টিউমারটি অপারেশনের পরামর্শ দেয় এবং এই অপারেশনের জন্য ৩ লক্ষ টাকা প্রয়োজন বলে জানান। কিন্তু দিনমজুর বাবা রিয়াজ শরীফ এবং অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা মা শাহানাজের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব ছিল না।

২০১৯ সালের ডিসেম্বর মাসে সানাউলের চিকিৎসার আর্থিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে একটি মানবিক সাহায্যের আবেদন জানিয়ে সানাউলের বাবার বিকাশ নাম্বার সহ (০১৭৭৫৩৬১৯৩৩) একটি পোস্ট করা হয়। এরপরই সানাউলের জন্য মানবিক সাহায্যের আবেদনের পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বরগুনার জেলা প্রশাসক শিশুটির চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন।

Screenshot from Barishal Observer website

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিম সানাউলের বাবা রিয়াজ শরীফের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমানে সানাউল সুস্থ আছে। তাকে ৬ মাস পর পর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ৫ বছর বয়স পর্যন্ত ৬ মাস পর পর তাকে চেকআপ করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসার জন্য কোন অর্থ সংগ্রহ করা হচ্ছে না।

তবে, সাম্প্রতিক সময়ে সানাউলের চিকিৎসার তথ্য ও ছবি ব্যবহার করে কেবলমাত্র বিকাশ নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি ও পেজ হতে সানাউলের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে একটি তথ্য প্রচার করা হচ্ছে।

এছাড়া, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত বিকাশ ও নগদ (01851877322) নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে প্রায় ২ বছর পূর্বে রোগাক্রান্ত শিশু সানাউলের জন্য আর্থিক সহায়তার আবেদনমূলক পোস্টের প্রকৃত বিকাশ নাম্বার পরিবর্তন করে নতুন বিকাশ ও নগদ নাম্বার সংযুক্ত করে সানাউলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মাত্র দুই মাস বয়সী এই নিষ্পাপ মুখটির নাম সানাউল শরিফ। সানাউল এই টিউমার নিয়ে জন্ম নেয়। তার টিউমারটি দিন দিন বড় হচ্ছে। তার উন্নত চিকিৎসা দরকার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Sanaul Sharif Father Statement
  2. Jugantor: https://www.jugantor.com/country-news/252496/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%81%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B2
  3. Barishal Observer: https://barishalobserver.com/?p=6669
  4. 2019 Facebook Post: https://m.facebook.com/groups/174179846544423/permalink/451740272121711/
  5. 2019 Facebook Video Post: https://www.facebook.com/foysal.ahmed.102/videos/2700467180019293 Archive: https://perma.cc/XJ8V-WKJS
  6. 2019 Facebook Post: https://www.facebook.com/101255274678147/posts/135214741282200

আরও পড়ুন

spot_img