সম্প্রতি, “OIC রিপোর্ট অনুযায়ী প্রতিদিন বিশ্বে ৮৫০০ জনলোক পবিত্র কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ্” শীর্ষক শিরোনামে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ওআইসি’র রিপোর্ট অনুযায়ী প্রতিদিন বিশ্বে গড়ে ৮৫০০ জন কালিমা পড়ে মুসলিম হওয়ার দাবিটি সত্য নয় বরং সংস্থাটি এ ধরনের কোনো রিপোর্ট প্রকাশ করে নি।
মূলত, সম্পূর্ণ ভিত্তিহীনভাবেই বিগত কয়েকবছর ধরে OIC এর বরাতে প্রতিদিন বিশ্বে গড়ে ৮৫০০ জন কালিমা পড়ে মুসলিম হওয়ার দাবিটি সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হচ্ছে যেখানে ওআইসি এ ধরণের কোনো রিপোর্ট-ই প্রকাশ করে নি।
উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।