সম্প্রতি, “একজন সেনা গ্রেপ্তার হলে যমুনা ভেঙে দিবো” শিরোনামে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘একজন সেনা গ্রেপ্তার হলে যমুনা ভেঙে দিবো’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে RP Station নামক একটি ইউটিউব চ্যানেলের টক-শো ভিডিওতে অপ্রাসঙ্গিকভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ছবি সম্বলিত থাম্বনেইল যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফুটেজটি পর্যবেক্ষণ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো মন্তব্য কিংবা বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি মূলত ‘RP Station by Rokeya Prachy’ নামক ইউটিউব চ্যানেলে গত ১১ অক্টোবরে প্রচার হওয়া একটা লাইভস্ট্রিম ভিডিওর খণ্ডিত অংশ।
১ ঘন্টার বেশি সময়ের দীর্ঘ মূল ভিডিওটি পর্যবেক্ষণে, বাংলাদেশে গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাম্প্রতিক সময়ে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়ে আলাপ করতে শোনা যায়।
স্বাভাবিকভাবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘একজন সেনা গ্রেপ্তার হলে যমুনা ভেঙে দিবো’ শীর্ষক কোনো মন্তব্য করলে সে বিষয়ে ঢালাওভাবে সংবাদমাধ্যমে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে পর্যবেক্ষণে সেনাপ্রধানের এরূপ কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানে “একজন সেনা গ্রেপ্তার হলে যমুনা ভেঙে দিবো” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- RP Station by Rokeya Prachy: Youtube Video
- ISPR Bangladesh: Website
- Bangladesh Army: Facebook Page