ভিডিওটিতে রোনালদিনহোর সঙ্গে থাকা ছেলেটি মেসি নয়

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, রোনালদিনহো’র সাথে লিওনেল মেসির বাল্যকালের ফ্রিস্টাইল ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোর সঙ্গে ফুটবল নিয়ে ফ্রিস্টাইল করা ছেলেটি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি নয় বরং ভিডিওতে থাকা ছেলেটি স্প্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান চেবায়োস।

মূলত, স্প্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান চেবায়োস ১১ বছর বয়সে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে যোগদান করেন। পরবর্তীতে রোনালদিনহোর সঙ্গে তার ফ্রিস্টাইলের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর দ্রুতই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। রোনালদিনহোর সঙ্গে ক্রিস্টিয়ান চেবায়োসের ফ্রি স্টাইলের সেই আলোচিত ভিডিওটিকেই সম্প্রতি রোনালদিনহো’র সাথে লিওনেল মেসির বাল্যকালের ফ্রিস্টাইলের ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

রোনালদিনহোর সঙ্গে ভিডিওতে থাকা ছেলেটি মেসি নয়

আরও পড়ুন

spot_img