সম্প্রতি “পল্লী কবি জসিমউদ্দীন দেশ নষ্ট করছে কারা!” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পল্লী কবি জসিম উদ্দীনের বক্তব্যের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে বক্তব্য প্রদানকারী ব্যক্তি পল্লীকবি জসীম উদ্দীন নন বরং তিনি তিনি কুড়িগ্রাম জেলার অধিবাসী রাধাপদ রায়।
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত ভিডিওটিতে দেখা যায় একজন প্রবীণ ব্যক্তি কয়েকজন লোকের উপস্থিতিতে একটি কবিতার কিছু লাইন আবৃতি করছেন এবং কবিতার এই উদ্ধৃতাংশে তিনি বলেন, “যারা কলম ধরা শিখেছে তারাই দেশ নষ্ট করেছে। আমি পল্লীকবি, কবিতা বানাই। কিন্তু আমার কবিতা তো কেউ শুনবে না।” ধারণা করা যায়, এই লাইনের ভিত্তিতেই তাকে পল্লীকবি জসীম উদ্দীন দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে এই ব্যক্তির নাম রাধারাপদ রায়। তিনি কুড়িগ্রাম জেলার অধিবাসী।
ভিডিওটি পূর্বেও একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।