সম্প্রতি, রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী শীর্ষক দাবিতে একটি তথ্য সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, রানী দ্বিতীয় এলিজাবেথ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অটোগ্রাফ চাননি বরং কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
মূলত, ২০২১ সালের ০১ সেপ্টেম্বরে ‘Sport Innovation Society’ নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে রানী এলিজাবেথ পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাক্ষরিত জার্সি চাওয়ার দাবিতে একটি টুইট প্রকাশ করা হয় এবং উক্ত টুইটকে সূত্র উল্লেখ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এর দুই ঘন্টা পর ‘Sport Innovation Society’ টুইটটি সড়িয়ে নেয় এবং তাদের পূর্বের টুইটটের সোর্সের সত্যতা নিশ্চিত না থাকায় পরবর্তীতে তারা আরও একটি টুইট পোস্ট করে ক্ষমা প্রদর্শন করেন। যা রানী দ্বিতীয় এলিজাবেথ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে অটোগ্রাফ চেয়েছেন দাবিতে বিভিন্ন সময়ে প্রচার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি, সময় টিভিতে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি কোলাজ ছবিসহ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী শীর্ষক দাবিতে ভিত্তিহীন এই তথ্যটি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
পূর্বে একই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।