সম্প্রতি “রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী এলিজাবেথ” শীর্ষক শিরোনামে রোনালদোর ৮০টি জার্সি চেয়েছেন রানী এলিজাবেথ দাবিতে একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নিজ সংগ্রহ এবং ‘রয়্যাল কোর্ট’ এর জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর রোনালদোর সাক্ষরিত জার্সি সংগ্রহে রাখতে চাওয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
সূত্রপাত
গত ০১ সেপ্টেম্বরে ‘Sport Innovation Society’ নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে সর্বপ্রথম “Queen Elizabeth has ordered 80 Cristiano Ronaldo jerseys for the Royal Court and has personally requested to reserve the first jersey signed by him…” শীর্ষক টুইটটি প্রকাশ করা হয় এবং উক্ত টুইটকে সূত্র উল্লেখ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
Queen Elizabeth has personally requested that #mufc reserve the first shirt to be signed by Cristiano Ronaldo, meaning Ronaldo becomes the only human being Queen Elizabeth has asked for an autograph. [@sis] pic.twitter.com/UaaQ9VX43a
— The United Stand (@UnitedStandMUFC) September 1, 2021
তবে, পূর্বের টুইট প্রকাশের দুই ঘণ্টা পর ‘Sport Innovation Society’ টুইটটি সড়িয়ে ফেলে এবং তাদের পূর্বের তথ্যটি নিশ্চিত নয় জানিয়ে ক্ষমা চেয়ে আরেকটি টুইট প্রকাশ করে।
We could not confirm the veracity of the note from the Queen and CR7 so we decided to delete the tweet. Apologies
— Sport Innovation Society (@sis) September 1, 2021
উল্লেখ্য, রানী এলিজাবেথ এর রোনালদোর সাক্ষরিত জার্সি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় নি, এছাড়াও রোনালদো এবং বৃটিশ রাজ পরিবারের পক্ষ থেকে উক্ত বিষয়ে এখন পর্যন্ত কোন বার্তা পাওয়া যায়নি। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকেও এমন কোন বার্তা দেয়া হয়নি।
প্রসঙ্গত, গত ৩১ আগস্টে ২ বছরের চুক্তিতে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে দলবদল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং রোনালদোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজবটি ছড়িয়ে পড়ে।
🇵🇹🔴 𝗩𝗜𝗩𝗔 𝗥𝗢𝗡𝗔𝗟𝗗𝗢 🔴🇵🇹
🏡 @Cristiano is back!#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) August 31, 2021
অর্থাৎ, রানী দ্বিতীয় এলিজাবেথ এর রোনালদোর সাক্ষরিত জার্সি সংগ্রহে রাখতে চাওয়ার সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী এলিজাবেথ
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]