এটি মাইক্রোস্কোপে ধারণকৃত মৌমাছির ছবি নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, মাইক্রোস্কোপ ক্যামেরায় মৌমাছির মুখমণ্ডল।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত ছবিটি মাইক্রোস্কোপে মৌমাছির ছবি নয় বরং এটি লংহর্ন বিটলস এর ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে তোলা ছবি।

অনুসন্ধানে reddit এর একটি পোস্ট থেকে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। যেখান থেকে জানা যায় এটি একটি ছবিটি একটি লংহর্ণ বিটলস এর ক্লোজ আপ ছবি।

Comparison: rumor scanner 

উল্লেখ্য, পূর্বেও  একই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img