শনিবার, মে 24, 2025

হালাল এবং হারাম বিষয়ক কোনো লেখা মোজোর মোড়কে অন্তর্ভুক্ত করা হয়নি

সম্প্রতি, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান হামলা ও গণহত্যার মধ্যেই বাংলাদেশের কোমল পানীয় ব্র্যান্ড মোজোর মোড়কে “তিনি ‘মোজো’ কে করেছেন হালাল এবং ‘কোক’ কে করেছেন হারাম” শীর্ষক লেখা যুক্ত করা হয়েছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় মোজোর মোড়কে হালাল ও হারাম সম্পর্কিত কোনো লেখা যুক্ত করা হয়নি বরং মোজোর বোতলের একটি ছবি সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

মূলত, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড মোজোর মোড়কে “তিনি ‘মোজো’ কে করেছেন হালাল এবং ‘কোক’ কে করেছেন হারাম” শীর্ষক লেখা যুক্ত হয়েছে দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মোজোর মোড়কে এমন কোনো লেখা যুক্ত হয়নি। উক্ত দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। মুবিন নামের একজন ব্যক্তি বিনোদনের উদ্দেশ্যে সম্পাদনার মাধ্যমে মোজোর বোতলে এই লেখা যুক্ত করেন, যা পরবর্তীতে বাস্তব দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img