পুতুল আ.লীগের হাল ধরা সম্পর্কে ববির বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দলের হাল ধরবেন দাবিতে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে ববিকে ‘আসসালামু আলাইকুম। আমার বোন পুতুল আমাদের দলের হাল ধরবে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।’ বলতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লক্ষ ১৩ হাজারবার দেখা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। পুতুলের লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টে এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি। ববির লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টেও এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।

পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৯ অক্টোবর একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

তবে ভিডিওটিতে পুতুলের বলা বক্তব্য কবের বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়,‘জননেত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের জন্য দোয়া চাইলেন, শেখ রেহেনার ছেলে ববি। পুতুল এবং ববি খোশমেজাজে রয়েছেন, তার মানে ভালো কিছু হতে যাচ্ছে। আপনাদের কী মনে হয়? ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, নেত্রী আসছে। Source-0 Television’

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (, , ) প্রচার করা হয়ে হয়েছে। 

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে থাকা ববি ও পুতুল সদৃশ ব্যক্তিদ্বয়ের মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

অনুসন্ধানে, ‘nucleus71’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই পোশাকে পুতুল ও ববির একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিতে থাকা ববির শার্টের লোগোর সূত্র ধরে জানা যায়, ছবিটি ২০২০ সালে জয় বাংলা কনসার্টের। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

Screenshot: DeepFake-o-meter

সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে পুতুল দলের হাল ধরবেন বলে ববির বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img