একাত্তর টেলিভিশনের ভিডিও প্রতিবেদনে নেইমারের ভুয়া ছবি ব্যবহার

সম্প্রতি, “ফুটবলে ‘যতো গর্জে ততো বর্ষে না’র উদাহরণ নেইমার ! | Sports | Khelajog | Ekattor TV” শীর্ষক শিরোনামে দেশীয় মূলধারার গণমাধ্যম একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত ভিডিও প্রতিবেদনের একটি দৃশ্যে একটি গাড়ির সাথে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের একটি ছবি ব্যবহার করা হয়েছে।

একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন যথাক্রমে এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত ভিডিও প্রতিবেদনের দৃশ্যে ব্যবহৃত নেইমারের ছবিটি এডিট করা।

মূলত, ২০১৩ সালে Mad4Wheels ওয়েবসাইটে প্রকাশিত Laraki Epitome নামক একটি কনসেপ্ট কার এর সাথে ২০১৮ সালে প্যারিসে Louis Vuitton এর একটি ফ্যাশন শো’তে তোলা নেইমারের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, দেশীয় মূলধারার গণমাধ্যম একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত ভিডিও প্রতিবেদনের একটি দৃশ্যে একটি গাড়ির ছবির সাথে নেইমারের ফ্যাশন শো এর ফটোশুটের সংযুক্ত করা ছবি ব্যবহার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া।

একই ছবিটি বিগত সময়েও ভিন্ন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img