Fact Check: মেসিকে নেইমারের গাড়ি উপহার দেয়ার তথ্যটি ভুয়া

সম্প্রতি “মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবেনা। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।” শীর্ষক শিরোনাম সম্বলিত একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে … পড়তে থাকুন Fact Check: মেসিকে নেইমারের গাড়ি উপহার দেয়ার তথ্যটি ভুয়া