Fact Check: মেসিকে নেইমারের গাড়ি উপহার দেয়ার তথ্যটি ভুয়া

সম্প্রতি “মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবেনা। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।” শীর্ষক শিরোনাম সম্বলিত একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে মেসিকে নেইমারের গাড়ি উপহার দেয়ার তথ্য ও আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল ম্যাচের পর নেইমার কর্তৃক এধরণের কোন মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এবং উক্ত দাবী সম্বলিত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটিও এডিটেড।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে এডিটেড ছবিটির মূল ভার্সন খুঁজে পেয়েছি আমরা যা মূলত Laraki Epitome নামক একটি কনসেপ্ট কার এর এবং একাধিক ওয়েবসাইটে ২০১৩ সালে ছবিটি প্রকাশের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।

গাড়ির সঙ্গে নেইমারের যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি ২০১৮ সালে প্যারিসে Louis Vuitton এর একটি ফ্যাশন শো তে তোলা। 

পরবর্তীতে ২০১৯ সালে Hoxon নামক একটি ইউটিউব চ্যানেলে Neymar Car Collection শিরোনামের একটি ভিডিওতে ঐ গাড়ির ছবির সাথে নেইমারের ছবি এডিট করে থাম্বনেইল ব্যবহার করা হয়। তবে ভিডিওতে গাড়িটি নেইমারের এমন কোন দাবী করা হয়নি।

বিষয়টি ভালোভাবে বুঝতে নিচের ছবিটি দেখুনঃ

এছাড়া ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ শেষের পর ‘নেইমার মেসিকে নিজের গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছে’ এমন কোন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

অর্থাৎ, ভুয়া একটি ছবি ও মন্তব্য উল্লেখ করে মেসি এবং নেইমারকে নিয়ে ভিত্তিহীন তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার নমুনাঃ

সর্বোপরি, পোস্টে ব্যবহৃত শিরোনাম এবং এডিট করা ছবির ব্যবহারের ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই রিউমর স্ক্যানার টিম এটিকে গুজব হিসেবে শনাক্ত করেছে।

হিরু হাওলাদার তার বন্ধুকে মেনশন দিয়ে জিজ্ঞাসা করছেন তথ্যটি সঠিক কিনা। 

রোখসানা আক্তার লিখেছেন এটা সত্যি দুর্দান্ত

সাইফ শুভ জিজ্ঞাসা করেছেন, নেইমার এই গাড়িটাই উপহার দিয়েছে কিনা।

হৃদয় খান এবং মো: নুর ইসলাম এই বিষয়কে নেইমার ও মেসির বন্ধুত্বের প্রতিক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন।

নুর হোসেইন পোস্টদাতার কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে পোস্ট দাতা তাকে ঘটনাটি শতভাগ সত্য বলে নিশ্চিত করেন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মেসিকে নিজের গাড়ি উপহারের ঘোষণা দিলো নেইমার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img