যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “আগামী মাস থেকে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে – শিক্ষামন্ত্রী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং এই ধরণের কোনো বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো বক্তব্য প্রদান করেননি।
মূলত, ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে “শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে” দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে কোনোরূপ তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে। সাম্প্রতিক সময়েও একই তথ্যটি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে নতুন করে প্রচার করা হচ্ছে।
২০১৯ সালে ছড়িয়ে পড়া তথ্যটির প্রেক্ষিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টিকে মিথ্যা নিশ্চিত করে সবাইকে গুজব থেকে সাবধান থাকার আহবান করেন।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করার তথ্যটি মিথ্যা