মাহাথির মোহাম্মদ খালেদা জিয়াকে এশিয়ার ম্যান্ডেলা বলে আখ্যায়িত করেননি

সম্প্রতি,“খালেদা জিয়া এশিয়ার ম্যান্ডেলা, অচিরেই বিশ্বনেতা হবেন- মাহাথির মোহাম্মদ।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

যা দাবি করা হচ্ছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এশিয়ান নেলসন ম্যান্ডেলা হিসাবে আখ্যায়িত করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এশিয়ান নেলসন ম্যান্ডেলা উল্লেখ করে  কোনো মন্তব্য করেননি বরং অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন সূত্রের বরাতে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

মূলত, অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি প্রথম সূত্রপাত ঘটে ২০১৮ সালের ১৪ মার্চ। পত্রিকা ডট কম (potryka.com) নামক পোর্টালে “খালেদা জিয়া এশিয়ার ম্যান্ডেলা, অচিরেই বিশ্বনেতা হবেন: মাহাথির শীর্ষক শিরোনামে ”প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত প্রতিবেদনে তথ্যসূত্র হিসেবে ‘দ্য মালয় মেইল’ এর নাম উল্লেখ করা হয়। 

কিন্তু, উল্লিখিত সূত্র ‘দ্য মালয় মেইল’ এর ওয়েবসাইটে অনুসন্ধান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের এরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাশাপাশি, বিষয়টি নিয়ে সেসময়ে (২০১৮ সালের মার্চে) দেশীয় গণমাধ্যমেও মাহাথির মোহাম্মদ কর্তৃক খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করার এরকম কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img