বাংলাদেশ পুলিশে ৮০ হাজার ভারতীয় চাকরি করে দাবিতে যমুনা টিভিতে কোনো সংবাদ প্রচারিত হয়নি

বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির জেরে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। এই ঘটনার আগে পরে একটি দাবি যমুনা টিভির সূত্র ব্যবহার করে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যাতে দাবি করা হচ্ছে, শুধু বাংলাদেশের পুলিশ বিভাগেই ৮০,০০০ ভারতীয় হিন্দু চাকরি করে।    

পুলিশে ৮০ হাজার

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।   

ইউটিউব ভিডিও এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ পুলিশে ৮০ হাজার ভারতীয় চাকরি করে দাবিতে যমুনা টিভি কোনো সংবাদ প্রচার করেনি বরং এ সংক্রান্ত দাবির পক্ষে যমুনার যে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হচ্ছিল তাতেও উক্ত দাবিতে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।  

২০১৫ সাল থেকে যমুনা টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির একটি পর্বের বরাত দিয়ে এই দাবিটি প্রচার হয়ে আসছিল। পরবর্তীতে অন্তত ২০২০ সাল থেকে এ সংক্রান্ত দাবিটি প্রচারের সময় পুলিশে চাকরি করছে এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ৮০ হাজার উল্লেখ করতে দেখা গেছে৷ তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, যমুনা টিভির ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির উক্ত পর্বে এ সংক্রান্ত কোনো তথ্যই উল্লেখ করা হয়নি। এর বাইরেও, গণমাধ্যমটি এমন কোনো সংবাদও প্রকাশ করেনি। এছাড়া, নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী বাংলাদেশ পুলিশে ভিনদেশী নাগরিকদের নিয়োগের সুযোগ নেই।

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img