সম্প্রতি “স্পেনের হালার পো রেস্টুরেন্ট” শীর্ষক শিরোনামের একটি ছবি সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
প্রচারিত ছবিটি এডিটেড এবং এটি স্পেনেও অবস্থিত নয়। লন্ডনের ‘হালা’ হোটেলের একটি ছবি বিকৃত করে আলোচিত ছবিটি বানানো করা হয়েছে।
মূলত, Hala নামের হোটেলটি লন্ডনের গ্র্যান্ড প্যারাডেতে অবস্থিত একটি তুর্কি হোটেল। উক্ত হোটেলের ফেসবুক পেজ, ওয়েবসাইট পর্যবেক্ষণ করে হোটেলের নাম Hala নিশ্চিত হওয়া যায়। এছাড়াও গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করে রেস্টুরেন্টটির অবস্থান ও নাম সম্পর্কে আরো স্পষ্টভাবে জানা যায়। তবে বাংলাদেশের আঞ্চলিক শব্দের সাথে মিল থাকায় রেস্টুরেন্টের মূল সাইনবোর্ডের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে সেখানে “Halar Po Hala” বসিয়ে সুইজারল্যান্ডের একটি রেস্টুরেন্টের নাম দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, লন্ডনের Hala নামক হোটেলের সাইনবোর্ড প্রযুক্তির সাহায্যে এডিট করে “Halar Po Hala” নাম বসিয়ে স্পেনের হোটেল দাবিতে প্রচারিত হচ্ছে; যা বিকৃত ছবি।
উল্লেখ্য, পূর্বেও একই হোটেলের সাইনবোর্ড বিকৃত করে এটি সুইজারল্যান্ডের হোটেল দাবিতে এডিটেড ছবি প্রচারিত হয়। সেসময় উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
প্রসঙ্গত, Hala শব্দটি একটি তুর্কি ভাষার একটি শব্দ। এর আভিধানিক অর্থ “এখনও”।