সম্প্রতি, মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আয়েশা আক্তার আলভিয়া নামে প্রচারিত ছবির শিশুটি বাংলাদেশের নয় বরং ছবিগুলো আশু সাইনী নামের ভারতের এক শিশুর।
মূলত, ছবিতে থাকা শিশুটির নাম আশু সাইনি, ২০২১ সালে তার বয়স ছিলো ৩ বছর, লিঙ্গঃ ছেলে। ভারতের গণ-অর্থায়ন প্ল্যাটফর্ম Milaap এর ফান্ডরাইজিং পোস্ট হতে জানা যায়, আশু’র অ্যাকিউট লিভার ফেইলিউর, স্টেজ 3 অ্যাকিউট রেনাল ফেইলিউর এবং হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম (HUS) ধরা পড়ে। তার লিভার স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং তার কিডনি তার রক্ত থেকে বর্জ্য ফিল্টার করতে পারে না। ২০২১ সালে ডাক্তাররা আশুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছিলেন।
উল্লেখ্য, পূর্বেও উক্ত ছবিগুলো যুক্ত করে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সাম্প্রতিক সময়ে আশু’র ছবি সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে যে বিকাশ, রকেট ও নগদ নাম্বার সংযুক্ত রয়েছে তা পূর্বের পোস্টগুলোতে থাকা নাম্বারগুলোর থেকে ভিন্ন। সম্প্রতি, প্রচারিত পোস্টগুলোতে থাকা নাম্বার হচ্ছে- ০১৫৩৮৪১৮৩৮৯ (বিকাশ, নগদ), ০১৫৩৮৪১৮৩৮৯-০ (রকেট)। উল্লিখিত নাম্বারগুলোতে বারংবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।