সম্প্রতি, ‘লন্ডনে তারেক জিয়া মার খেয়ে কি হয়েছে’ শীর্ষক দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে মার খেয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ২০০৮ সালে দেশ ত্যাগ করে তারেক রহমান লন্ডনে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময়ের।
মূলত, ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে তারেক রহমান পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং যুক্তরাজ্যের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেই সময়ে ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০০৭ তারিখে সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর ০৭ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেফতার হন। পরবর্তীতে আঠারো মাস কারাগারে থাকার পর ০৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে তারেক রহমান মুক্তি পান। পরবর্তীতে, ১১ সেপ্টেম্বর তারেক রহমান পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডন যান৷
উল্লেখ্য, পূর্বেও প্রায় একই দাবিতে ভিডিওটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার।