সম্প্রতি, ‘লন্ডনে গণধোলাই খেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ভর্তি‘ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ), ভিডিও (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন ভিডিও (আর্কাইভ)।
একই দাবিতে ২০১৮ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লন্ডনে গণধোলাই খেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভাইরাল এই ভিডিওটি ২০০৮ সালে দেশ ত্যাগ করে তারেক রহমান লন্ডনে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময়ের।
দাবিটি নিয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Sports Hour24 নামের একটি ওয়েবসাইটে ২০১৭ সালের ২৬ জুলাই ‘লন্ডনে তারেক জিয়ার মাথায় ব্যান্ডেজ বাঁধা ভিডিও নিয়ে তোলপাড়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত ভিডিওটি ২০১৭ সালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিল। তবে প্রতিবেদনটিতে তারেক রহমানের ঘনিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়, ভিডিও ২০১৭ সালেরও নয়। বরং তারেক রহমান যখন বাংলাদেশ থেকে ওয়ান ইলেভেনের সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য যান তখনকার।
উক্ত প্রতিবেদনটি ছাড়াও জাতীয় পর্যায়ের দৈনিক আমাদের সময় ডটকমের ভেরিফায়েড ফেসবুক পেজেও ২৫ জুলাই একই শিরোনামে ‘লন্ডনে তারেক জিয়ার মাথায় ব্যান্ডেজ বাঁধা ভিডিও নিয়ে তোলপাড়’ শীর্ষক একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
তবে পোস্টটিতে থাকা লিংকটিতে প্রবেশ করে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে একই বছরের ১৮ জুলাই পলাশ রহমান নামের এক ব্যক্তির ‘একটা গুজব অাজ অনলাইনে ছড়ানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কে মাথায় গুলি করা হয়েছে। এক্ষেত্রে ২০০৮ সালের মাথায় ব্যান্ডেজ দিয়ে হুইল চেয়ারে বসা ছবি টাকে দেখানো হচ্ছে। ছবি তে দেখা যায় সাথে তৎকালিন ইউ কে বিএনপির সভাপতি মরহুম কমর উদ্দিন সাহেব কেও।’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
এই পোস্টটির সূত্রে পরবর্তী অনুসন্ধানে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের Khaled Patwary নামের একটি চ্যানেলে ২০০৮ সালের ২৭ ডিসেম্বর ‘রাজনীতিতে জড়িত না হওয়ার মুচেলেকা দিয়ে, গুরুতর অসুস্থ অবস্তায় লন্ডনে এসেছেন বিএনপি নেতা তারেক রহমান (আর্কাইভ)’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের মা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের সেন্ট জনস উডের একটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।
এছাড়া ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টারে ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর ‘Tarique quits party post, flies to UK’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও তারেক রহমানের ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এই দাবির সঙ্গে ভিডিওটির প্রকৃত ঘটনারও কোনো মিল নেই।
মূলত, ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর ৭ই মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেফতার হন। পরবর্তীতে আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তারেক রহমান মুক্তি পান। পরবর্তীতে ১১ই সেপ্টেম্বর তারেক রহমান পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এবং যুক্তরাজ্যের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেই সময়ে ধারণকৃত একটি ভিডিওকে পূর্বে ২০১৮ সালে এবং পরবর্তীতে সাম্প্রতিক সময়ে লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, তারেক রহমান লন্ডন যাত্রার আগে তার মা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, সুস্থ না হয়ে উঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। এ প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলায় ২০২০ সালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখুন
সুতরাং, লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমানের হাসপাতালে ভর্তির দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sports Hour24: লন্ডনে তারেক জিয়ার মাথায় ব্যান্ডেজ বাঁধা ভিডিও নিয়ে তোলপাড়’
- Amader Somoy: লন্ডনে তারেক জিয়ার মাথায় ব্যান্ডেজ বাঁধা ভিডিও নিয়ে তোলপাড়
- Palash Rahman Facebook Post: একটা গুজব অাজ অনলাইনে ছড়ানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কে মাথায় গুলি করা হয়েছে
- Khaled Patwary: রাজনীতিতে জড়িত না হওয়ার মুচেলেকা দিয়ে, গুরুতর অসুস্থ অবস্তায় লন্ডনে এসেছেন বিএনপি নেতা তারেক রহমান (আর্কাইভ)
- The Daily Star: Tarique quits party post, flies to UK
- BBC Bangla: তারেক রহমান: বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে যে সমঝোতা করে বড় ছেলেকে লন্ডনে পাঠিয়েছিলেন