ছাত্রদল সম্পর্কে হাসনাত আবদুল্লাহর বক্তব্য দাবিতে বিকৃত ভিডিও প্রচার 

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বক্তব্য দাবিতে ‘ছাত্রদলের আর কোনো জায়গা নেই বাংলাদেশে- হাসনাত’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে  ফেসবুকে সর্বাধিক ভাইরাল পোস্টটিতে প্রায় ৫১ হাজার প্রতিক্রিয়া ও ৩৩০০ টি মন্তব্য দেখা গিয়েছে এবং এটি প্রায় ১১ হাজার  বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে দলটির আর বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। এই মন্তব্য করতে গিয়ে তিনি প্রথমে ভুলবশত ছাত্রদলের নাম উচ্চারণ করেন এবং সাথে সাথেই তা শুধরে ছাত্রলীগের নাম বলেন। প্রকৃতপক্ষে, হাসনাত আবদুল্লাহর সেই বক্তব্যের ভিডিও থেকে ছাত্রলীগ শব্দটি কেটে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রকাশিত ‘রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কথা বলছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ | শহীদ মিনার থেকে সরাসরি | News24’ শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সাংবাদিকদের সাথে কথোপকথনের এক পর্যায়ের ভিডিওটির ১৬ মিনিট ২৯ সেকেন্ড থেকে ১৬ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত অংশে তিনি বলেন “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো নৈতিক জায়গা থেকে ছাত্রদলের! ছাত্রলীগের আর বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।” 

স্পষ্টত, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের উক্ত অংশটিতে ছাত্রলীগের নাম বলার আগে ভুলবশত ‘ছাত্রদলের’ নাম বলে ফেলেছিলেন। পরবর্তীতে তিনি দ্রুত তা শুধরে নিয়ে ছাত্রলীগের নাম উল্লেখ করেন। 

আলোচিত ভিডিওতে হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছাত্রলীগ শব্দটি বাদ দিয়ে ভুল করে বলা ছাত্রদলের অংশটুকু রেখে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img