মৎস্যকন্যা দাবিতে পুতুলের ভিডিও প্রচার

সম্প্রতি “সত্যিকারের মারমেডের বাচ্চা দেখুন কত সুন্দর নিজের চোখে দেখুন কলিজার বন্ধুরা” দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়।

মৎস্যকন্যা

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫ লক্ষ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১১ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি কোনো মারমেডের বাচ্চার নয় বরং একটি মৎস্যকন্যা আকৃতির পুতুলের ভিডিওকে বাস্তব মারমেডের বাচ্চা দাবিতে প্রচার করা হচ্ছে।

মূলত, সম্প্রতি বাস্তব মারমেডের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে পোস্ট করা হলে এর প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের একটি আর্ট স্টুডিওতে মৎস্যকন্যার আদলে তৈরিকৃত একটি পুতুলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img