সম্প্রতি ‘জামায়াতে ইসলামী ক্ষমতার খুব কাছাকাছি মনে হচ্ছে সম্ভবনা ও আছে’ শিরোনামে গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত ফটোকার্ডে রাজনীতিবিদ ও গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল হক নুরের ছবি যুক্ত করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার খুব কাছাকাছি মনে হচ্ছে সম্ভবনা ও আছে’ শিরোনামে নুরুল হক নুরের ছবি যুক্ত করে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং নুরুল হক নুরও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ০৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

নুরুল হক নুরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নুরুল হক নুরের ছবি যুক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে আমার দেশের নামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube
- Nurul Haque Nur – Facebook Page