সিরাজগঞ্জে আন্না রানী হত্যার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবিতে প্রচার

গত ১১ অক্টোবর (শনিবার) ভোরে আন্না রানীর লাশ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। আসামী তাপস দাস ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, অনৈতিক কাজে রাজি না হওয়া আন্নাকে শ্বাসরোধে হত্যা করেছেন। 

উক্ত ঘটনাকে ‘A 60-year-old Hindu woman, Anna Bala Das, was raped & murdered in Sirajganj, Bangladesh. Her only crime? Being a woman from a minority. Where is the outrage?’ অর্থাৎ, ‘বাংলাদেশের সিরাজগঞ্জে ৬০ বছর বয়সী হিন্দু নারী আন্না বালা দাসকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। তার একমাত্র অপরাধ? সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নারী হওয়া।’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়। 

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জের আন্না রানী হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় হত্যাকাণ্ডের শিকার হননি। প্রকৃতপক্ষে, তাকে হত্যা করেছে হিন্দু ধর্মাবলম্বীই একজন, নাম তাপস দাস৷ এছাড়া, বিষয়টি কোনো সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের ঘটনা নয় বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজিত নন্দিও। 

অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে গত ১৩ অক্টোবর “অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশকে হত্যা”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ অক্টোবর (শনিবার) ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আন্না রানীর লাশ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। সেই প্রেক্ষিতে এর পরেরদিন (১২ অক্টোবর) তাপস দাস নামের একজনকে রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তাপস দাস বলেছেন, অনৈতিক কাজে রাজি না হওয়া আন্নাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আসামি তাপস ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর এবং রূপালী বাংলাদেশও। 

পাশাপাশি, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেও একই তথ্য জানানো হয়েছে। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সলঙ্গা থানায় যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজিত নন্দি বলেন, ‘যাকে হত্যা করা হয়েছে এবং যে হত্যা করেছে দুইজনই একই সম্প্রদায়ের। এখানে সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের বিষয়টি কীভাবে আসে? তাপস দাস ছাড়া এই ঘটনার সাথে আর কেউ জড়িত নেই।’ 

অর্থাৎ, হত্যার শিকার হওয়া ব্যক্তি এবং হত্যাকারী দুইজনই হিন্দু ধর্মাবলম্বী।

সুতরাং, সিরাজগঞ্জে আন্না রানীকে হিন্দু হওয়ায় হত্যা করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img