সেনা সদরে গোলাগুলি ও বিদ্রোহ দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও প্রচার

গত ১১ অক্টোবর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেনাবাহিনীতে ক্যু হওয়ার সম্ভাবনার দাবিতে একটি তথ্য ছড়িয়ে পড়ে। যা সেদিন রাতেই ব্যাপক আলোচনা ও আতঙ্কের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে একই রাতে সেনা সদরদপ্তরে গোলাগুলি ও সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ করার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সেনা সদরদপ্তরে গোলাগুলির দৃশ্য দাবিতে প্রচারিত আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, উক্ত ভিডিওটি ২০২৪ সালের জুলাই থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। একাধিক সূত্রে ভিডিওটিকে জুলাই আন্দোলনের ভিডিও বলে প্রচার করতে দেখা যায়। 

উল্লেখ্য, পূর্বেও উক্ত ভিডিওটি একই দাবিতে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img