আইনুদ্দীন আল আজাদের লাশের ছবিটি প্রায় এক যুগ আগের 

সম্প্রতি “যেই লাশটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নয়নমণী মাওলানা আইনুদ্দীন আল আজাদ সাহেবের লাশ,,, আজ থেকে ১০/১২ বছর আগে তিনি আমাদের ছেড়ে প্রভুর ডাকে শাড়া দিয়ে চলে গেছেন,,, আল্লাহর কি মহিমা,,, গত কয়েকদিন আগে বৃষ্টির পানিতে তার কবর ভেঙে যাওয়ার কারনে কবরটা যখন ঠিক করার জন্য গেলো তখন দেখা যায় তার লাশ এখনো ঠিক আগের মতই আছে পচেনি।” শীর্ষক শিরোনামে একটি ছবিসহ কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

একই দাবিতে সাম্প্রতিক সময়ে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে,এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনুদ্দীন আল আজাদের মৃতদেহের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং তার কবরও বৃষ্টির পানিতে ভেঙ্গে যায়নি বরং ছবিটি ২০১০ সালে তার মৃত্যুকালীন সময়ের।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ফেসবুকে ২০১৫ সালের ১৭ জুন ‘আইনুদ্দীন আল আজাদ রহ. ফ্যান পেইজ’ নামক পেজে ‘ফিরে এলো সেই বেদনাদায়জ ১৮ই জুন’ শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টে সংযুক্ত তিনটি ছবির একটির সাথে সম্প্রতি আজাদের অক্ষত লাশ দাবিতে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

আইনুদ্দীন আল আজাদ বাংলাদেশের ‘কলরব শিল্পীগোষ্ঠী’ নামে একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এ ব্যাপারে জানতে সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদ আহমেদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

আইনুদ্দীন আল আজাদের মরদেহ ১০/১২ বছর পর অক্ষত থাকার ব্যাপারে জানতে চাইলে সাইদ আহমেদ রিউমর স্ক্যানারকে জানান, “বিষয়টি ভুয়া।” একইসাথে আজাদের কবর বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার বিষয়টিও তিনি মিথ্যা বলে জানান। 

মূলত, ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান কলরব শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ। সে সময়ে তোলা তার মৃতদেহের একটি ছবিকে সম্প্রতি বৃষ্টির পানি পরে কবর ভেঙে যাওয়ার পর সেটি ঠিক করতে এসে অক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধারের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img