সম্প্রতি, “হাছিনা পাঁক্কা ঈমানদার, গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বলাবি আর করিস না শেখ শেখ দেশের দিকে চাইয়া দেখ, হাঠা হাছিনা বাঁচা দেশ এটা আমার সোনার বাংলাদেশ” শীর্ষক দাবিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক নারী কর্তৃক সিঁদুর পরানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

কী দাবি করা হচ্ছে
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যাচ্ছে, এক নারী রঙিন চশমা পরিহিত শেখ হাসিনাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে।
অর্থাৎ, পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা ভারতে গিয়ে সিঁদুর পড়েছেন।
উক্ত দাবিতে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট ( আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে সিঁদুর পরানোর ছবিটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার ছবিতে সিঁদুর পরানোর একটি ছবি জুড়ে দিয়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, ২০১২ সালের ১১ জানুয়ারী দুইদিনের সফরে ভারতের আগরতলায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অনার প্রদানের সময় তোলা একটি ছবিতে এডিটে করে ‘ভিন্ন কোনো ছবি থেকে এক নারী কর্তৃক সিঁদুর পরিয়ে দেওয়ার’ ছবি বসিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।