সম্প্রতি, “বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, সকলে তার জন্য দোয়া করবেন,, হে আল্লাহ নেত্রী কে সুস্থ করে দিন” শীর্ষক শিরোনামে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একজন নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয় বরং এটি ভিন্ন একজন নারীর পুরোনো ছবি।
মূলত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জালাল উদ্দীন ওয়াসিম এবং মৌ সামারার অসুস্থ মাকে রাজনৈতিক ব্যক্তিত্ব ইশরাক হোসেন দেখতে গেলে সেই সময়ের কিছু ছবি তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। তবে সম্প্রতি, জালাল উদ্দীন ওয়াসিম এবং মৌ সামারার অসুস্থ মায়ের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থার একটি ছবি বেগম খালেদা জিয়ার অসুস্থ অবস্থার ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস ও নানা শারীরিক জটিলতার কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত আছেন।
প্রসঙ্গত, পূর্বেও একই ছবিটি খালেদা জিয়ার অসুস্থ অবস্থার ছবি দাবিতে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার।