অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ‘ইজরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টারের ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডেইলি স্টার ড. ইউনূসের বক্তব্য দাবিতে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং ২০২৩ সালের ০৫ অক্টোবর গণমাধ্যমটিতে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডে থাকা বক্তব্য এডিট করে উক্ত ভুয়া মন্তব্যটি ড. ইউনূসের নামে প্রচার করা হচ্ছে। তবে, ড. ইউনূস উক্ত মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্র প্রশাসন এবং দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন সময়ে হুবহু একই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, পূর্বেও উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।