সম্প্রতি ‘ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি আলফি জেনারে খ্রিস্টান ধ’র্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।‘ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলফি বেস্ট জুনিয়রের ইসলাম গ্রহণের বিষয়টি সত্য হলেও তিনি ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি নন বরং ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের কোনো নির্ভরযোগ্য তালিকা না থাকলেও ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন স্যার জিম র্যাটক্লিফ।
মূলত, আলফি বেস্ট জুনিয়র নিজেই চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি CEOCAST নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

অর্থাৎ তার ইসলাম গ্রহণের দাবিটি সত্য। তবে অনুসন্ধানে দেখা যায়, তিনি ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি শীর্ষক দাবিটি সঠিক নয়।
এ নিয়ে অনুসন্ধানে ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের কোনো নির্ভরযোগ্য তালিকা খুঁজে পায়নি। তবে ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় আলফি বেস্ট ফ্যামিলি ২৩২তম অবস্থানে রয়েছেন।
তবে যুক্তরাজ্যের জিপসি (রোমানি সাব গ্রুপ) ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে আলফি বেস্ট জুনিয়রের বাবা আলফি বেস্ট। অর্থাৎ, আলফি বেস্ট জুনিয়র এককভাবে ধনীদের কোনো তালিকাতেই প্রথম অবস্থানে নেই।
উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় এটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।