ইসলাম গ্রহণকারী আলফি বেস্ট জুনিয়র ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি নন

সম্প্রতি, আলফি জেনারে (প্রকৃত নাম আলফি বেস্ট জুনিয়র) ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন শীর্ষক দুইটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলফি বেস্ট জুনিয়রের ইসলাম গ্রহণের বিষয়টি সত্য হলেও তিনি ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি নন বরং ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের কোনো নির্ভরযোগ্য তালিকা না থাকলেও ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন স্যার জিম র‍্যাটক্লিফ।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড সার্চ করে আলফি বেস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৭ মার্চ প্রকাশিত একটি সাক্ষাৎকারের শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। 

পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে। 

Screenshot source: YouTube

অর্থাৎ, আলফি বেস্টের ইসলাম গ্রহণের বিষয়টি সত্য।

আলফি বেস্ট ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি কিনা সে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের কোনো নির্ভরযোগ্য তালিকা খুঁজে পায়নি। তবে ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকা খুঁজে পাওয়া যায়।  

ব্রিটেনভিত্তিক পত্রিকা The Sunday Times এর ওয়েবসাইটে “Is the party over? The Rich List 2023 revealed” শীর্ষক শিরোনামে যুক্তরাজ্যের শীর্ষ ধনী ব্যক্তিদের একটি তালিকায় দেখা যায়, যুক্তরাজ্যের ধনীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে গোপি হিন্দুজা ফ্যামিলি। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন স্যার জিম র‍্যাটক্লিফ। তবে, তালিকার শীর্ষস্থানে গোপি হিন্দুজা পরিবার অবস্থান করায় একক ব্যক্তি হিসেবে ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন স্যার জিম র‍্যাটক্লিফ। 

Source: The Sunday Times

একই তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, আলফি বেস্ট ফ্যামিলি ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকার ২৩২ নম্বর অবস্থানে রয়েছে।

Source: The Sunday Times

আরও অনুসন্ধান করে, ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে গত ১৯ মে প্রকাশিত “Manchester United bidder Jim Ratcliffe up to second on UK rich list” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে দেখা যায়, ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় সবার উপরে আছে গোপি হিন্দুজা পরিবার। এর পরের অবস্থানে আছেন স্যার জিম র‍্যাটক্লিফ। তবে এখানেও একক ব্যক্তি হিসেবে তিনিই শীর্ষ অবস্থানে আছেন।

Source: The Guardian

অর্থাৎ, আলফি বেস্ট জুনিয়র ইংল্যান্ডের সবচেয়ে ধনী নয়। 

তবে, অনুসন্ধানে গত ০৯ মে ব্রিটেনের আরেক সংবাদমাধ্যম The Sun এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের জিপসি (রোমানি সাব গ্রুপ) ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে আলফি বেস্ট জুনিয়রের বাবা আলফি বেস্ট।

Screenshot source : The Sun

মূলত, আলফি জেনারে (প্রকৃত নাম আলফি বেস্ট জুনিয়র) ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন শীর্ষক দুইটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, আলফি বেস্ট জুনিয়রের ইসলাম গ্রহণের দাবিটি সত্য হলেও তিনি ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি শীর্ষক দাবিটি সঠিক নয়। ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের কোনো নির্ভরযোগ্য তালিকা খুঁজে পায়নি। তবে ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের ধনী ব্যক্তিদের তালিকায় আলফি বেস্ট ফ্যামিলি ২৩২তম অবস্থানে রয়েছেন। তবে যুক্তরাজ্যের জিপসি (রোমানি সাব গ্রুপ) ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে আলফি বেস্ট জুনিয়রের বাবা আলফি বেস্ট। অর্থাৎ, আলফি বেস্ট জুনিয়র এককভাবে ধনীদের কোনো তালিকাতেই প্রথম অবস্থানে নেই। 

সুতরাং, আলফি বেস্ট জুনিয়র ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন শীর্ষক দুইটি দাবি সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা আংশিক মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img