সম্প্রতি, বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা জিয়াউল হক পলাশ জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে জিয়াউল হক পলাশকে একত্রে মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ ও Banger Casino নামের জুয়ার অ্যাপের প্রচারণা চালাতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ৯ লক্ষ ৩৩ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ৬ হাজার অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জিয়াউল হক পলাশ Banger Casino নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং, নগদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা জিয়াউল হক পলাশ অভিনীত বিজ্ঞাপনের একটি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল কণ্ঠস্বর বসিয়ে এবং জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত জিয়াউল হক পলাশের ভিডিও ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নগদের অফিশিয়াল ফেসবুক পেজে চলতি বছরের ১৪ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে অভিনেতা জিয়াউল হক পলাশ নগদের দল গঠন করে লেনদেন করার মাধ্যমে জমি জেতার একটি ক্যাম্পেইনের বিষয়ে জানান।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত জিয়াউল হক পলাশের ভিডিও ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, বসার ধরন, সোফা এবং পেছনের দেয়ালের মিল রয়েছে।

অর্থাৎ, নগদের এই বিজ্ঞাপনের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নকল কণ্ঠস্বর বসিয়ে ও জুয়ার অ্যাপের প্রচারণা যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। যার সাথে নগদ ও জিয়াউল হক পলাশ এর কোনো প্রকার সম্পর্ক নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Sweeet Colombia (আর্কাইভ) নামের পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ইউক্রেন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভিয়েতনাম থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজটি ২০২১ সালের ২৯ আগস্ট তৈরি করা হয়েছে।

মূলত, বাংলাদেশের ডিজিটাল আর্থিক পরিসেবা প্রতিষ্ঠান নগদের ফেসবুক পেজে গত ১৪ জুন জিয়াউল হক পলাশ অভিনীত একটি ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রচার করা হয়। সম্প্রতি উক্ত ভিডিওর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল কণ্ঠস্বর ও জুয়ার অ্যাপের প্রচারণার ভিডিও যুক্ত করে দাবি করা হচ্ছে, জিয়াউল হক পলাশ জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে, জিয়াউল হক পলাশ এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেননি এবং নগদও Banger Casino নামের অনলাইন জুয়ার অ্যাপের সাথে কোনো কার্যক্রম পরিচালনা করেনি।
সুতরাং, জিয়াউল হক পলাশ একত্রে নগদ ও Banger Casino নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Nagad: শুধু জমির স্বপ্ন দেখলেই হবে? নগদে লেনদেন করতে হবে না? ৩ জনের দল বানাতে হবে না?
- Rumor Scanner’s Own Analysis