সম্প্রতি, হঠাৎ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। প্রচারিত পোস্টগুলোতে একটি উল্লেখযোগ্য বিষয় পরিলক্ষিত হয়েছে। বেশিরভাগ পোস্টগুলোই করা হয়েছে গণমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে।
আলোচিত দাবিতে অন্তত ৭টি মূলধারার গণমাধ্যমের নামে খোলা ভুয়া ফেসবুক গ্রুপ থেকে এই দাবিটি প্রচার হতে দেখা গেছে। গণমাধ্যমগুলো হলো- বাংলাদেশ প্রতিদিন, এনটিভি, একাত্তর টিভি, আরটিভি, সময় টিভি, এটিএন বাংলা নিউজ, আমার দেশ এই গ্রুপগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৫,৫৬,৫০০ জন সদস্য রয়েছেন।

প্রচারিত পোস্টগুলোর মধ্যে একটি অভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সবগুলো পোস্টই সময় টিভির লোগো ব্যবহার করে ‘সময়’ নামে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। লিংকটিতে ক্লিক করলে Bangla News Ache নামক একটি ওয়েবসাইটে ‘হঠাৎ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস’ শিরোনামের একটি প্রতিবেদনে নিয়ে যায়। তবে, প্রতিবেদনটিতে ড. ইউনূসের একটি ছবি ছাড়া আর কোনো তথ্যের উল্লেখ নেই। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে Bangla News Ache নামক ওয়েবসাইটটি ভূঁইফোড় ওয়েবসাইট বলে প্রতীয়মান হয়।
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে তা স্বাভাবিকভাবে গণমাধ্যম ফলাও করে প্রচার হবার কথা। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে আছেন।
এছাড়া, আজ [৩০ জুন] অনলাইন সংবাদ মাধ্যম জাগোনিউজ২৪.কম এর ওয়েবসাইটে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু কাল, উদ্বোধন করবেন ড. ইউনূস’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এ বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।’
অর্থাৎ, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবেই আগামীকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।