বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ছবিটি পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়ালের নয়

পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিগত কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে।

যা দাবি করা হচ্ছে

গত ১৩ অক্টোবর ফেসবুকে ‘সাইন্স একাডেমী (পদার্থ বিজ্ঞান,রসায়ন,জীব বিজ্ঞান ও উচ্চতর গনিত)’ নামক গ্রুপে ‘Jahid Islam’ নামক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল। গিনেজ বুকে স্থান পাওয়া পৃথিবীর সবচেয়ে ছোট বিড়ালটি উচ্চতা হচ্ছে মাত্র ৭ সেন্টিমিটার আর প্রস্থে ১৯ সেন্টিমিটার। বিড়ালটির নামে হচ্ছে টিংকার টয়। হিমালয়-পারসিয়ান জাতের নীল চোখী মাদী বিড়াল এটি। আমেরিকার ইলিয়নস অঙ্গরাজ্যর টেলরভিল এলাকার ক্যাটরিনা ও স্কট ফোর্বস নামের এক দম্পত্তির পোষা বিড়াল ছিল টিংকার টয়। টিংকারের জন্ম ২৫শে ডিসেম্বর ১৯৯০ সালে আর মৃত্যু হয় ১৯৯৭ সালে।”

পোস্টের সাথে কালো-সাদা রংয়ের ছোট একটি বিড়ালের ছবিও যুক্ত করা হয়।

একই দাবিতে সাম্প্রতিক সময়ে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

বিগত বছরগুলোয় একই দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন ২০২১ (আর্কাইভ), ২০২০ (আর্কাইভ), ২০১৯ (আর্কাইভ), ২০১৮ (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত ছবি এবং তথ্যগুলো পৃথিবীর সবচেয়ে ছোট বিড়ালের নয় বরং তথ্যগুলো পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়ালের এবং সংযুক্ত ছবিটি একটি ফটো কনটেস্টের জন্য ফটোশপ দিয়ে বানানো একটি ছবি। তবে সর্বকালের সবচেয়ে ছোট বিড়ালের ছবি ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর ওয়েবসাইটে Smallest cat ever শিরোনামে পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়াল বিষয়ক একটি রেকর্ডের তথ্য খুঁজে পাওয়া যায়৷ টিংকার টয় নামক বিড়ালটি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করে। ৭ সে.মি. উচ্চতা এবং ১৯ সে.মি. প্রস্থের বিড়ালটি ১৯৯৭ সালে মারা যায়৷ মৃত্যুর আগে বিড়ালটি দেখভালের দায়িত্বে ছিল ক্যাটরিনা এবং স্কট ফোর্বস নামক মার্কিন এক দম্পতি।

অর্থাৎ, ছড়িয়ে পড়া এ সংক্রান্ত পোস্টগুলোর বিস্তারিত তথ্যের সাথে গিনেজ থেকে পাওয়া তথ্যের মিল থাকলেও দাবিকৃত পোস্টগুলোতে বিড়ালটিকে পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল হিসেবে অভিহিত করা হয়েছে। তবে গিনেজ বলছে, এটি পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়াল।

গিনেজের উক্ত রেকর্ডের সাথে বিড়ালটির কোনো ছবি যুক্ত ছিল না।

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অষ্ট্রেলিয়ার ডিজাইন বিষয়ক অনলাইন ক্রিয়েটিভ মার্কেটপ্লেস Design Crowd এর ওয়েবসাইটে Sickening Cute ২০০৫ সালের একটি ডিজাইন কন্টেস্টের ফলাফল খুঁজে পাওয়া যায়৷ উক্ত পাতায় উল্লেখ করা হয়, এই কন্টেস্টে ২৬ জন ক্রিয়েটিভ ডিজাইনার ৩২ টি ফটোশপকৃত ছবি জমা দেন। তার মধ্যে প্রথম হয় TBA নামক এক প্রতিযোগীর ডিজাইন করা একটি বিড়ালের ছবি। ছবিটি সম্পর্কে বলা হয়েছে, “এটি কেবলমাত্র ক্ষুদ্রতম বুদ্ধিমান বাচ্চা, আপনি যদি এটিকে চুম্বন দিতে চান তবে আপনি তা করতে পারবেন না কারণ এটি খুবই ভঙ্গুর।”

উক্ত বিড়ালের ছবিটির সাথে সবচেয়ে ছোট বিড়াল দাবিকৃত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ফটোশপকৃত বিড়ালের ছবিটিকে পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে ছোট বিড়ালের ছবি হিসেবে দাবি করা হচ্ছে। 

পরবর্তীতে এ বিষয়ে জানতে Design Crowd কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তারা কোনো উত্তর দেননি। 

তাছাড়া রিউমর স্ক্যানারের অনুসন্ধানে পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়ালের ছবি ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি। 

সবচেয়ে ছোট বিড়াল কোনটি?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল Rusty spotted cat নামে একটি বিড়াল। সাধারণত ভারত ও শ্রীলঙ্কার বনে বিরল এই প্রাণীটি দেখা যায়। ওজন এক কেজি থেকে অল্প বেশি।

মূলত, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সর্বকালের সবচেয়ে ছোট বিড়াল হিসেবে টিংকার টয় নামক ১৯৯৭ সালে মারা যাওয়া এক বিড়ালকে স্থান দেওয়া হয়েছে। রেকর্ডস পাতায় বিড়ালটির কোনো ছবি নেই। গিনেজের উক্ত তথ্যকে পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল দাবি করে ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার একটি ডিজাইন কনটেস্টে ফটোশপকৃত বিড়ালের একটি ছবিকে যুক্ত করে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হয়ে আসছে, যা বিভ্রান্তিকর। তাছাড়া পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল Rusty spotted cat নামক একটি বিড়াল।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বিড়ালের সঠিক সংখ্যা জানা কঠিন, তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এই সংখ্যাটা ২০ কোটি থেকে ৬০ কোটিরও বেশি হতে পারে।

প্রসঙ্গত, প্রতি বছর ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস হিসেবে পালন করা নয়। 

সুতরাং, পৃথিবীর সবচেয়ে ছোট বিড়ালের ছবি দাবিতে প্রচারিত ছবি এবং তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img