সম্প্রতি “রিপোর্টার: “বিশ্বের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে পেনাল্টি বাঁচাতে পেরে কেমন লাগছে” Szczesny :” সত্যি বলতে, আমি জানি না। আমি কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি বাঁচাতে পারিনি” শীর্ষক শিরোনামের একটি বক্তব্য পোল্যান্ডের গোলরক্ষকের নাম উদ্ধৃত করে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত বক্তব্যটি পোল্যান্ডের গোলরক্ষক Wojciech Szczęsny (ভইচেক স্টেঞ্চনি) দেন নি বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত বক্তব্যটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম, Wojciech Szczęsny’র অফিশিয়াল ফেসবুক পেজ, টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করে কোথাও উক্ত দাবির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।
এছাড়াও পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত বক্তব্যের দাবিতে প্রচারিত ছবিটিতে গোলরক্ষক স্টেঞ্চনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার সময়ের। পরবর্তীতে আর্জেন্টিনা-পোল্যান্ডের ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে স্টেঞ্চনির বক্তব্য পর্যবেক্ষণ করেও কোথাও উক্ত বক্তব্য পাওয়া যায় নি।

উল্লেখ্য, Wojciech Szczęsny (ভইচেক স্টেঞ্চনি) পোল্যান্ডের গোলরক্ষক এবং ক্লাব ফুটবলে জুভেন্ডাসের হয়ে মাঠে গোলরক্ষকের দায়িত্বপালন করেন।
মূলত, আর্জেন্টিনা-পোল্যান্ডের ম্যাচে পেনাল্টিতে লিওনেল মেসির গোল ঠেকিয়ে দেয়ায় পোলিশ গোলরক্ষক ভইচেক স্টেঞ্চনিকে নিয়ে নেট দুনিয়ায় বেশ প্রশংসা করা হয়। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে স্টেঞ্চনির বক্তব্য দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, একই বক্তব্য এ বছরের ফেব্রুয়ারিতে বেলজিয়াম ফুটবল দলের গোলরক্ষক কর্তোয়ার নাম উদ্ধৃত করেও প্রচারিত (আর্কাইভ) হয়েছে। উক্ত বক্তব্যেরও কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি। ফিফা বিশ্বকাপের প্রেক্ষাপটে বিভিন্ন ফুটবলারের নাম উদ্ধৃত করে ভুয়া বক্তব্য প্রচার হয়ে আসছে। এসকল বক্তব্যের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, বিশ্বের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে পেনাল্টি বাঁচাতে পেরে কেমন লাগছে প্রশ্নে “সত্যি বলতে, আমি জানি না। আমি কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি বাঁচাতে পারিনি” শীর্ষক বক্তব্যটি পোলিশ গোলরক্ষক ভইচেক স্টেঞ্চনির নামে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান
- ফেসবুক আইডি : Wojciech Szczesny
- টুইটার একাউন্ট : Wojciech Szczesny
- Marbear Sports : Wojciech Szczesny post match interview