শুক্রবার, মে 23, 2025

পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল ও তার স্ত্রীর দাবিতে ভিন্ন যুগলের ভিডিও প্রচার

গত ২২ এপ্রিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং আরও অনেকেই আহত হন। এর মধ্যে ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয় নরওয়ালও ছিলেন। এ ঘটনায় ভারতের বিভিন্ন গণমাধ্যমসামাজিক মাধ্যমে একটি যুগলের দৃশ্য প্রচার করা হয়, যেখানে দাবি করা হয়, এটি নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল এবং তার স্ত্রী হিমাংশী নরওয়ালের শেষ দৃশ্য।

বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও ওই দৃশ্যের একটি স্ক্রিনশট ব্যবহার হতে দেখা গেছে। যমুনা টিভি, নিউজ২৪ তাদের প্রতিবেদন এবং ফেসবুক পোস্টে ওই দৃশ্যটি ব্যবহার করেছে। তাদের ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

পহেলগাঁও

এছাড়াও ‘সময়ের আলো’ নামক সংবাদমাধ্যমে আলোচিত দৃশ্যটি ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশিত হলেও পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়।

এছাড়া হামলায় নিহত ব্যক্তির নিহত হওয়ার আগের ভিডিও দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল এবং তার স্ত্রী হিমাংশী সোয়ামী নরওয়ালের নয়, বরং এটি আশীষ সেহরাওয়াত ও যশীকা শর্মা নামে ভিন্ন এক যুগলের ভিডিও দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ‘yashikashishsehrawat’ ইউজারনামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলোচিত দৃশ্যের ভিডিওটিসহ ‘বিনয় ও হিমাংশীর শেষ ভিডিও’ দাবিতে প্রচারিত একটি পোস্টের স্ক্রিনশটসহ গত ২৪ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে ‘yashika.sharma.sehrawat’ নামের আরেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ট্যাগ করা হয়।

ভিডিওটিতে যশীকা শর্মাকে বলতে শোনা যায় যে, আলোচিত ভিডিওটি তাদের (যশীকা ও আশীষ) এবং এটি ভুলভাবে পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল ও তার স্ত্রীর দাবিতে প্রচার করা হচ্ছে। এতে করে তাদের (যশীকা ও আশীষ) নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তারা বিব্রত। প্রকৃতপক্ষে তারা (আশীষ ও যশীকা) এখনও জীবিত আছেন।

  Comparison : Rumor Scanner

এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে ‘‘We’re alive’: Couple claims viral video wrongly linked to Navy officer Vinay Narwal killed in Pahalgam attack” শিরোনামে গত ২৪ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে বলা হয়, সেহরাওয়াতের সঙ্গে হিন্দুস্তান টাইমস কথা বলেছে এবং সেহরাওয়াত নিশ্চিত করেছেন যে আলোচিত ভিডিওটি তাদের কাশ্মীর ভ্রমণের সময়, গত ১৪ এপ্রিল ধারণ করা হয়েছিল। এ সময় তিনি হিন্দুস্তান টাইমসকে ভিডিওটির মেটাডাটাসহ একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে স্পষ্টভাবে দেখা যায় ভিডিওটি ১৪ এপ্রিল ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেহরাওয়াত ও যশীকা শর্মা উক্ত ভিডিওটি পহেলগাঁও হামলার দিন, অর্থাৎ ২২ এপ্রিল, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। তবে তীব্র সমালোচনার মুখে তারা পরে ভিডিওটি সরিয়ে নেন। কিন্তু তার আগেই ভিডিওটি কেউ মিথ্যা দাবিতে ছড়িয়ে দেয়।

উল্লেখ্য যে, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে একজন নারীর স্যালুট দেওয়ার আরেকটি দৃশ্যও প্রচার করা হয়েছে যা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের সূত্রমতে বিনয় নরওয়ালের স্ত্রীর। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে নিথর দেহে পড়ে থাকা একজন পুরুষ ও তার পাশে বসা একজন নারীর ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে উক্ত ছবিটি বিনয় নরওয়াল ও তার স্ত্রীর।

সুতরাং, আশীষ সেহরাওয়াত ও যশীকা শর্মার একটি ভিডিওর দৃশ্যকে পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়াল ও তার স্ত্রী হিমাংশী সোয়ামী নরওয়ালের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img