ভিডিওটি ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণের, চীনের কৃত্রিম সূর্যের নয় 

সম্প্রতি “চীনের কৃত্রিম সূর্য” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কৃত্রিম সূর্যের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চীনের কৃত্রিম সূর্যের নয় বরং ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণের সময়কার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

মূলত, ২০২২ সালের ২৩ অক্টোবর ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘LVM3-M2’ রকেটে করে ৩৬টি ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। উক্ত উৎক্ষেপণের সময়ে ধারণকৃত একটি ভিডিওকেই চীনের কৃত্রিম সূর্যের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওটি চীনের কৃত্রিম সূর্যের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

আরও পড়ুন

spot_img