শনিবার, মে 24, 2025

হাসপাতালের অভ্যন্তরে সহিংসতার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

সম্প্রতি, ‘দেশে এখন হাসপাতালে কেউ নিরাপদ নয়’ দাবিতে একটি সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়াও, হাসপাতালে ঢুকে যুবলীগ কর্মীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে দাবিতেও ভিডিওটি প্রচার করা হয়েছে। এমন দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের পাঞ্জাবের ডেরাবাসি সিভিল হাসপাতালের ঘটনা। রাজ্যটির মুকান্দপুর গ্রামে অবৈধ খননকে কেন্দ্র করে প্রথমে গ্রামে এবং পরে হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে সামাজিক মাধ্যমে বাংলাদেশের হাসপাতালের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা শহর ভিত্তিক একটি স্থানীয় অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম ‘Patiala City Live’ নামক ফেসবুক পেজে গত ১২ এপ্রিল আপলোডকৃত আলোচিত ভিডিওটির একটি দীর্ঘ সংষ্করণ খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর ইউটিউব চ্যানেলে গত ১২ এপ্রিল ‘Punjab News | Clash Breaks Out At Dera Bassi Hospital In Punjab Over Village Mining Dispute’ শীর্ষক ক্যাপশনে ঘটনাটির বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, সংঘর্ষের ঘটনাটি ভারতের পঞ্জাবের ডেরাবাসির সিভিল হাসপাতালে ঘটেছে। রাজ্যটির মুকান্দপুর গ্রামে অবৈধ খননকে কেন্দ্র করে সংঘর্ষটি প্রথমে গ্রামে দুটি দলের মধ্যে শুরু হয় এবং এতে কয়েকজন মানুষ আহত হন। এরপর উত্তেজনা আরও বাড়ে এবং পরবর্তীতে সংঘাত হাসপাতালের ভেতরেও ছড়িয়ে পড়ে।

এছাড়াও, দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেসদ্য টাইমস অব ইন্ডিয়া এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ভারতের পঞ্জাবের ডেরাবাসির সিভিল হাসপাতালের সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বাংলাদেশের হাসপাতালে মারধরের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Patiala City Live: Facebook Video

আরও পড়ুন

spot_img