ভিডিওর বৃদ্ধ ব্যক্তির বয়স ৩০৯ বছর নয়

সম্প্রতি, ৩০৯ বছর বয়সী বৃদ্ধের ভিডিও দাবিতে ইন্টারনেটে একজন বৃদ্ধ ব্যক্তির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

বৃদ্ধ ব্যক্তি

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

একই দাবিতে ইউটিউবে প্রচারিত আরেকটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি শুধু টিকটকে প্রচারিত ভিডিওই দেখা হয়েছে প্রায় ৬ লাখ ২ হাজার ৫৩০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৭৪ হাজার ৭৬৬ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১১ হাজার ৩৭৫ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তিটির বয়স ৩০৯ বছর নয়। প্রকৃতপক্ষে, ভিডিওর ব্যক্তির নাম লুয়াং ফো ইয়াই। তিনি ২০২২ সালের ২২ মার্চ ৯২ বছর বয়সে মারা যান। 

মূলত, লুয়াং ফো ইয়াই নামের একজন বৌদ্ধ ভিক্ষু ২০২২ সালে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় aui.saranya_kh নামের একটি টিকটক আইডি থেকে তার একাধিক ভিডিও প্রচার করা হয়। উক্ত টিকটক চ্যানেলটি ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের ১০ অক্টোবর আলোচিত ভিডিও দুটিও প্রচার করা হয়। উক্ত ভিডিও দুটিকে সাম্প্রতিক সময়ে কোনো তথ্যসূত্র ব্যতীত ৩০৯ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তির ভিডিও দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত লুয়াং ফো ইয়াই নামের থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু ২০২২ সালের ২২ মার্চ ৯২ বছর বয়সে মারা যান। যার দুদিন পর ২৪ মার্চ ২০২২ এ তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। উক্ত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে aui.saranya_kh নামের একটি টিকটক আইডি ২০২২ সালের ২৩ মার্চ একটি পোস্টও করা হয়। 

উল্লেখ্য, পূর্বেও একই ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দাবিতে ১৯৩ বছর বয়স উল্লেখ করে আলোচিত বৃদ্ধের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img