শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ভিডিও নয় এটি

সম্প্রতি “হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন” শীর্ষক শিরোনামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিপিন রাওয়াত

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের নয় বরং এটি সিরিয়াতে বিধ্বস্ত হওয়া সিরিয়ান সামরিক বাহিনীর হেলিকপ্টারের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে বৃটিশ সংবাদমাধ্যম ‘The Telegraph’ এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১১ই ফেব্রুয়ারিতে “Syrian helicopter shot down by rebels in Idlib” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০২০ সালে সিরিয়ার ইদলিবে সেখানের তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা গোলাবর্ষণ করে সিরিয়ান সামরিক বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত করে।

উল্লেখ্য, একই ভিডিওর কিছু স্থিরচিত্র সম্বলিত এসোসিয়েটেড প্রেস এর প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from AP Website

এছাড়া, বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভারতের ফ্যাক্টচেকিং সংস্থা নিউজচেকার সহ একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, গতকাল (৮ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ু রাজ্যর কুনুরে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীসহ হেলিকপ্টারে থাকা আরও ১১ আরোহী নিহত হন।

অর্থাৎ, ২০২০ সালে সিরিয়ায় বিদ্রোহীদের গুলিতে সিরিয়ান সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. The Telegraph YouTube: https://www.youtube.com/watch?v=5jFg_U6s4HU
  2. AP: https://apnews.com/article/syria-ap-top-news-international-news-iran-russia-e99ea131c009b43f1b0f4a30dc680565
  3. BBC News: https://www.bbc.com/bengali/news-59577441
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img