এটি ইসরায়েলে ইরানের হামলায় নেতানিয়াহুর দৌড়ে পালানোর ভিডিও নয়

গাজা ও লেবাননে ইসয়ায়েলের হামলার জবাবে ১ অক্টোবর ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ে পালানোর ভিডিও নয় বরং ২০২১ সালে নির্বাচনে ভোটে অংশগ্রণের সময় নেতানিয়াহুর দৌড়ানোর ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম Channel 7 এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

উক্ত পোস্ট থেকে জানা যায়, ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একটি ভোটে অংশগ্রহণের জন্য দেশটির আইনসভা নেসেটের ভেতর বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর সময়ের।

বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স অ্যাকাউন্টে ২০২১ সালের ১৪ ডিসেম্বরে ভিডিওটি প্রকাশ করে জানান, আমি সর্বদা আপনার (ইসরায়েল) জন্য কাজ করতে পেরে গর্বিত।

সুতরাং, ২০২১ সালে ভোটে অংশগ্রহণের জন্য ইসরায়েলের আইনসভার ভেতর বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর ভিডিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img