সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবির আন্দোলনের দৃশ্য বলে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত উক্ত দাবির ভিডিও দেখা হয়েছে প্রায় ১৭ লাখ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১ লাখ ৩০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১৩ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত বিক্ষোভ মিছিলের ভিডিওটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবির কোনো কর্মসূচির নয় বরং, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে অন্যান্যদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকেও দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটিতে ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।
পরবর্তীতে উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Smell of Season নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৫ অক্টোবর সারজিস বনাম রাষ্ট্রপতির অপসারণ |রাষ্ট্রপতির পদত্যাগ | আন্দোলন শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফেসবুক শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে এটির হুবহু মিল রয়েছে। তবে এটির শিরোনাম এবং ভিডিওটিতে থাকা লেখা থেকে জানা যায়, এটি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনের ভিডিও। এছাড়াও ভিডিওটির স্লোগানেও রাষ্ট্রপতির ডাক নাম শোনা যাচ্ছে।
এছাড়া, অনলাইন গণমাধ্যম Morning Times এর ফেসবুক পেজে গত ২২ অক্টোবর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বি ক্ষো ভ মিছিল. শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা জানা যায়, উক্ত লাইভ ভিডিওটি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভ মিছিলের। এছাড়াও বিক্ষোভকারীদের ‘ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্রজনতার গণজমায়েত’ শীর্ষক জাতীয় নাগরিক কমিটির একটি ব্যানার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার বহন করতে দেখা যায়। উক্ত ভিডিওতেও পূর্বের ভিডিওগুলোর মত সারজিস আলমকে একইরকম সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। পাশাপাশি আলোচিত ভিডিওতে সারজিস আলমের সামনে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত ও মাথায় লাল কাপড় বাধা ব্যক্তিকেও ভিডিওটিতে দেখতে পাওয়া যায়। এছাড়াও উভয় ভিডিওর স্লোগানেরও মিল রয়েছে। যা থেকে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি এই বিক্ষোভ মিছিলেরই একটি ভিডিওর ফুটেজ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ ৫ দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগঠনটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ-ই মূলত দাবিগুলো উপস্থাপন করেন। শহীদ মিনারে অবস্থান ও সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সুতরাং, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে হওয়া পুরোনো বিক্ষোভ মিছিলের ভিডিওকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরর পদত্যাগের দাবিতে করা মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Smell of Season YouTube Channel: সারজিস বনাম রাষ্ট্রপতির অপসারণ |রাষ্ট্রপতির পদত্যাগ | আন্দোলন
- Morning Times Facebook Page: রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বি ক্ষো ভ মিছিল.
- Ajker Patrika Website: রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- Rumor Scanner’s Own Analysis