ভিডিওটি বিসিবি সভাপতির পদত্যাগের দাবিতে মোটরসাইকেল নিয়ে আন্দোলনের নয়

সম্প্রতি, “পাপনের পদত্যাগের  দাবিতে ৫০০ মোটরসাইকেল নিয়ে আন্দোলন করলো ক্রিকেট প্রেমিকরা” শীর্ষক শিরোনামে মোটরসাইকেল শোভাযাত্রার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

 বিসিবি

ফেসবুকে প্রচারিত এরূপ ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে মোটরসাইকেল নিয়ে মিছিলের ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ১৫ অক্টোবর ‘প্রতিদিন দেশের খবর’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘ঢাকা১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত‍্যাশী আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুলের মোটর শোভাযাত্রা’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। পাশাপাশি ভিডিওটিতে আওয়ামী লীগের দলীয় পতাকা সদৃশ পতাকাও দেখা যায়। 

এছাড়া  ভিডিওটির শিরোনাম  থেকে জানা যায়, এটি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুলের  ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে উক্ত মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। 

Video Comparison: Rumor Scanner

পরবর্তীতে এই তথ্যের সূত্র ধরে মূলধারার গণমাধ্যম নয়া দিগন্তের ওয়েবসাইটে গত ১৫ অক্টোবর  “ঢাকা-১৯ আসন নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুলের মোটর শোভাযাত্রা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাভার-আশুলিয়া এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ পলাশবাড়ী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয় এবং বিভিন্ন স্থান থেকে ২৫ শতাধিক মোটরসাইকেল ও ৩০০ মাইক্রোবাস নিয়ে হাজার হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।

পরবর্তীতে আলোচিত ভিডিওটিতেঁ থাকা নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দেওয়া স্লোগান নিয়ে  অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Habibur Rahman Sawon নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৯ সালের ১ নভেম্বর ‘#পাপনের দুই গালে, জুতা মারো তালে তালে স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Habibur Rahman Sawon Facebook post 

উক্ত ভিডিওটিতে দেওয়া স্লোগানের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা স্লোগানের মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০অক্টোবর “পাপনের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তির প্রতিবাদে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ২০১৯ সালের অক্টোবরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের স্লোগানের অডিওকে আশুলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিওয়ের সাথে জুড়ে দিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

মূলত, গত ১৪ অক্টোবর আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন। তার এই মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিওর সাথে ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে সংগঠিত একটি বিক্ষোভ মিছিলের অডিও জুড়ে দিয়ে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের একটি মোটর সাইকেল শোভাযাত্রার ভিডিওকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img