বাংলাদেশি বলে ভারতের হাসপাতালে জায়গা পাচ্ছে না শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় 

সম্প্রতি, বাংলাদেশি, বলে “হাসপাতালেও” জায়গা নেই!!– শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, একজন বাংলাদেশি তার বাবাকে নিয়ে ভারতে গেছেন চিকিৎসা করাতে। সেখানে হাসপাতালে জায়গা দিচ্ছে না। পরবর্তীতে কিছু যুবক এসে, কোথা থেকে এসেছে জানতে চাইলে সে বাংলাদেশ থেকে এসেছে বলে পরিচয় দেয়। এরপর তাকে হেনস্তা করতে থাকে। পরিশেষে একজন ডাক্তার এসে তাঁর বাবাকে নিয়ে যায় চিকিৎসার জন্য।

বাংলাদেশি

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি বলে হাসপাতালে জায়গা না পাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি যেসব অ্যাকাউন্ট এবং পেজ থেকে ছড়িয়েছে সেসব পোস্টের কমেন্টবক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, অধিকাংশ নেটিজেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন।

Screenshot collage: Rumor Scanner 

বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Comedy Processing Unit নামের একটি ফেসবুক পেজে গত ৪ ডিসেম্বর “বাংলাদেশি, বলে “হাসপাতালেও” জায়গা নেই!!” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত মূল ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot source: Facebook 

১২ মিনিট ৪৪ সেকেন্ডের পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটি’র ১৮ সেকেন্ড অংশে ডিসক্লেইমারে উল্লেখ পাওয়া যায়, এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Screenshot source: Facebook

পরবর্তীতে উক্ত পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে উল্লেখিত তথ্য থেকেও নিশ্চিত হওয়া যায়, এটি একটি বিনোদনভিত্তিক পেজ।

Screenshot source: Facebook

তাছাড়া উক্ত পেজ থেকে প্রকাশিত সাম্প্রতিক কয়েকটি ভিডিও (, , ) পর্যবেক্ষণ করে দেখা যায়, সেগুলোও বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভিডিও।

এছাড়া, এসব ভিডিওতে বাংলাদেশি যুবক দাবিতে প্রচারিত ব্যক্তিরও উপস্থিতি পাওয়া যায়। এতে বোঝা যায় যে, কথিত বাংলাদেশি ওই যুবক Comedy Processing Unit এর একজন সদস্য।

Screenshot comparison: Rumor Scanne

মূলত, গত ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সে ম্যাচে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশের ভারতের পরাজয়ে উল্লাস করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর বিষয়টি নিয়ে ভারতে সমালোচনার ঝড় ওঠে৷ এ ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়দের মধ্যে কেউ কেউ বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। পরবর্তীতে বাংলাদেশি, বলে “হাসপাতালেও” জায়গা নেই!! শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ০৪ ডিসেম্বর Comedy Processing Unit নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

উল্লেখ্য, পূর্বেও বাংলাদেশি নাগরিক বলে বাবার চিকিৎসা করাতে ভারতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হলে সেটিও স্ক্রিপ্টডে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

সুতরাং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি ভারতে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি যুবক হাসপাতালে জায়গা পাচ্ছে না- শীর্ষক ভিডিওটিকে বাস্তব ঘটনার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Comedy Processing Unit- Video  
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img