সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণার প্রেক্ষিতে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ রাজপথে দাবিতে একটি ভিডিও প্রচার।
ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গফরগাঁও উপজেলা ছাত্রলীগ রাজপথে দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ভিডিওটি ২০২৩ সালের। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Fahmi Gulandaz Babel’ নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০১ সেপ্টেম্বর আপলোডকৃত কিছু ছবি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোর ক্যাপশন বর্ণনায় উল্লেখ করা, ‘বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব” স্মরণে বিশাল ছাত্র সমাবেশে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ…’
সুতরাং, গফরগাঁও উপজেলা ছাত্রলীগের ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।