সম্প্রতি, গোবিন্দগঞ্জে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল এবং শিবিরের মধ্যকার কোনো সংঘর্ষের নয় বরং, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে গত ১ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২ জানুয়ারি ‘গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া | Gaibandha BNP Clash | Jamuna TV’ শীর্ষক ক্যাপশনের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিও প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে লাঠি এবং দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর মহাসড়ক এবং বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান এবং মহড়া দিতে দেখা যায়, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তাছাড়া, সমকাল, বাংলা ট্রিবিউন এর ওয়েবসাইটেও এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
সুতরাং, গত ১ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পুরোনো ভিডিওকে সম্প্রতি ছাত্রদল-শিবির সংঘর্ষের ভিডিও বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamuna TV: গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া | Gaibandha BNP Clash | Jamuna TV
- Jamuna TV: গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া
- Samakal: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০
- Bangla Tribune: ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ